ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় অভিযান চালিয়ে সাবেক অতিরিক্ত সচিবের গাড়িচালক গ্রেপ্তার

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৮:৪৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৮:৪৬:৪০ অপরাহ্ন
খুলনায় অভিযান চালিয়ে সাবেক অতিরিক্ত সচিবের গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ চালক মো. জাহিদকে (৪৬) গ্রেপ্তার করে।
 
গত ৫ ডিসেম্বর রাজধানীর জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায় ১১ লাখ টাকা উত্তোলন করেন। এই টাকা ব্যক্তিগত গাড়িতে রেখে জিপিও'র পার্কিংয়ে চালক জাহিদকে অপেক্ষা করতে বলেন। তারা বিপরীত পাশের একটি জুয়েলারি দোকানে কেনাকাটা করতে গেলে চালক জাহিদ গাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে পুলিশ। ১০ ডিসেম্বর খুলনায় জাহিদের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করে যে, সে একটি পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। সে সাময়িকভাবে গাড়িচালক হিসেবে কাজ নিয়ে সুযোগ বুঝে মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যেত।
 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া টাকা উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
 
এ ঘটনায় ব্যক্তিগত গাড়িচালকদের নিয়োগের ক্ষেত্রে আরো সচেতনতা এবং যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে পুলিশ।

 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ