অফিস ছুটির এক মিনিট আগে উপস্থিত হলেও তাকে সেবা প্রদান করতে হবে’
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১১-১২-২০২৪ ১১:২২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৪ ১১:২২:৫৮ অপরাহ্ন
"আজ সময় নেই, কাল আসবেন"—এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি বলেন, “অফিস ছুটির এক মিনিট আগেও যদি কেউ সেবা নিতে আসে, তাকে সেই সেবা প্রদান করতে হবে।”
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) ২৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এই কর্মশালায় অংশ নেন বাকৃবিতে কর্মরত মোট ২৫ জন কর্মকর্তা। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “শেখার কোনো বয়স নেই। কর্মজীবনে দক্ষতা অর্জন ও সেবার মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে সেরা প্রশিক্ষণার্থী ব্যক্তিগত ও গ্রুপভিত্তিক ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীরা জানান, কর্মশালাটি তাদের দায়িত্বশীলতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে এ ধরনের বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে। এসব প্রশিক্ষণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের মান উন্নয়ন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স