ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে টানা কুয়াশা আর শীতে নাকাল নিম্নআয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:৩৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৪ ১২:৩৪:২১ অপরাহ্ন
দিনাজপুরে টানা কুয়াশা আর শীতে নাকাল নিম্নআয়ের মানুষ
দিনাজপুরে টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিমবাতাস, যা তাপমাত্রা কমিয়ে এনে বাড়িয়ে তুলেছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চারপাশ কুয়াশায় আচ্ছন্ন। সূর্যের আলোহীন দিনে হিমশীতল বাতাসের সঙ্গে লড়াই করছেন নিম্নআয়ের মানুষ। খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হলেও কাজের গতি কমে গেছে। অনেককে আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
 
কৃষক মোস্তাকিম হোসেন জানান, টানা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে আলু গাছে সমস্যা দেখা দিয়েছে। কীটনাশক স্প্রে করেও কার্যকর ফলাফল মিলছে না। শীতের প্রভাবে কৃষিকাজে ক্ষতির শঙ্কা বাড়ছে।
 
কুয়াশার ঘনত্ব এত বেশি যে মহাসড়ক ও রাস্তা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। দূরপাল্লার পরিবহনগুলো ধীর গতিতে চলছে। এতে যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে।
 
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার। এই অবস্থায় শীত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শীতের এই তীব্রতা কেবল জনজীবন নয়, কৃষি ও পরিবহন খাতেও প্রভাব ফেলছে। সাধারণ মানুষের শীতবস্ত্র ও আশ্রয় সংকটের বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ