ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১০:০৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ১০:০৫:০৪ অপরাহ্ন
জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই। জনগণের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়ে এই সরকার এসেছে এবং এর সফলতা মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। শুক্রবার (১৩ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত ‘কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের প্রতি এই সরকারের দায়বদ্ধতা রয়েছে, এবং তাদের সকল সমস্যার সমাধান করতেই হবে। ফ্যাসিস্ট শাসকরা ষড়যন্ত্র করে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ভারতের গণমাধ্যম এবং বিজেপি এ ধরনের ষড়যন্ত্রে সহায়তা করছে। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

তিনি আরও বলেন, দেশের সব ধর্ম, বর্ণ, জাতির মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ঘটনাই ধামাচাপা দেওয়া হবে না, এবং প্রতিটি ঘটনার তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের সাফল্য জনগণের সাফল্য।

জোনায়েদ সাকি মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু এবং দেশের জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু বিশেষ অতিথি হিসেবে সংলাপে অংশ নেন। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য আল আমিন শেখ। সংলাপে বন্ধ থাকা সকল সরকারি পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ