রূপপুর প্রকল্প দ্রুত সম্পন্ন করার উদ্যোগে আন্তরিক সরকার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৩-১২-২০২৪ ১০:৩৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১২-২০২৪ ১০:৩৯:০৬ অপরাহ্ন
দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে রূপপুর পারমাণবিক প্রকল্প দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৩ ডিসেম্বর) পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প এলাকা ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন, “রূপপুর আমাদের সবচেয়ে বড় প্রকল্প। এটি দেশের বিদ্যুৎ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগের সরকার যা করেছে সেটা আলাদা বিষয়, আমরা যত দ্রুত সম্ভব প্রকল্প শেষ করতে চাই। নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, বড় প্রকল্পে কিছুটা সময় বৃদ্ধি স্বাভাবিক। তবে ব্যয় এবং সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপপুর প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনে দেশের অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। প্রকল্পের নিরাপত্তা এবং সময়মতো সম্পন্ন করার জন্য সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স