‘840’ সিনেমা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস: তিশার অভিজ্ঞতা
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা আবারো প্রমাণ করলেন তার অভিনয়ের দক্ষতা। তার অভিনীত নতুন সিনেমা ‘840’, যা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নামেও পরিচিত, মুক্তি পেয়েছে ১৫টি সিনেমা হলে। ‘৮৪০’ ইতোমধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
এক সংবাদ সম্মেলনে তিশা জানান, ‘শিক্ষার্থীরা ‘840’ সিনেমা পছন্দ করেছে।’ তিনি বলেন, ‘২০০৭ সালে মুক্তি পাওয়া নাটক ‘4২০’ এর সিক্যুয়েল নিয়ে অনেক প্রশ্ন আসছিল। তখনই সিদ্ধান্ত নিই, এখন উপযুক্ত সময় ‘840’ প্রকাশ করার। এই সিনেমার মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে নতুন গল্প উপস্থাপন করা হয়েছে।’
তিশা আরও বলেন, ‘মাল্টিপ্লেক্সসহ অনেক হলে ভালো সাড়া পেয়েছি, বিশেষ করে শিক্ষার্থীদের থেকে। এটা আমাদের বড় প্রাপ্তি।’ সিনেমার প্রচার নিয়ে তিনি জানান, ‘হল বাড়ানোর চেয়ে দর্শক বাড়ানোতে আমি বেশি বিশ্বাস করি। দর্শক পছন্দ করলেই হলের সংখ্যা আস্তে আস্তে বাড়বে।’
আন্তর্জাতিক মুক্তির বিষয়ে তিশা বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সিনেমাটি প্রকাশ করা হবে। তবে ক্রিসমাসের জন্য সামান্য দেরি হতে পারে।’ তিনি প্রতিশ্রুতি দেন, সিনেমাটি আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি ও তার দল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিশা বলেন, ‘আপনারা আমার কথাগুলো দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এজন্য এই সিনেমার অংশ হিসেবে আপনারাও রয়েছেন।’ তার মতে, একটি সিনেমা অনেক মানুষের সম্মিলিত প্রয়াসে তৈরি হয় এবং সফল হয়।
নুসরাত ইমরোজ তিশার এই বক্তব্য নতুন প্রজন্মের দর্শকদের মাঝে সিনেমার প্রতি আগ্রহ বাড়িয়েছে। শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া ‘840’ সিনেমার সফলতার আরেকটি অধ্যায় হিসেবে চিহ্নিত করা যেতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স