চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘19৭১ সালের ১৪ ডিসেম্বর যেসব শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তারা ছিলেন আমাদের দেশের মেধার মেরুদণ্ড।’
ডা. শাহাদাত শহীদদের স্মৃতিকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ‘বধ্যভূমি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের অবদান লিপিবদ্ধ করতে পাহাড়তলী বধ্যভূমিতে একটি ফলক তৈরি করা হবে।’
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতি ব্যক্ত করে মেয়র বলেন, ‘শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। যতদিন আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে থাকব, ততদিন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’
তিনি আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, কীভাবে তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আদর্শকে ধারণ করে আমাদের বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে।’
মেয়র ডা. শাহাদাত শিক্ষার অগ্রাধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি মেধাবী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তা, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
ডা. শাহাদাত তার বক্তব্যের শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে সবার প্রতি একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।