ইনজুরির পর মাঠে ফিরেই ঝোড়ো ব্যাটিং করলেন নাজমুল হোসেন শান্ত
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০৩:৪০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৩:৪০:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অবশেষে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ফিরে তার ব্যাটিং দিয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে মাঠে নেমে তিনি ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
ম্যাচটিতে শান্ত ৫৪ বলে ৫টি চার এবং ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান। তার এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই রাজশাহী দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে। যদিও সেঞ্চুরি থেকে মাত্র ১৯ রান দূরে থেকে আউট হওয়ায় তাকে হতাশ দেখা গেছে।
শান্ত’র ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়া ছিল সময়সাপেক্ষ। গত ৯ নভেম্বর আফগানিস্তান সিরিজে কুচকির ইনজুরিতে পড়ার পর তিনি পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে। মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত ফিটনেস ও রানিং অনুশীলনের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রস্তুত করেন।
এনসিএলে শান্ত’র এই পারফরম্যান্সকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। যদিও তিনি প্রথম দুই ম্যাচে রাজশাহীর একাদশে জায়গা পাননি, তবে তৃতীয় ম্যাচে নিজের প্রতিভার জানান দিয়েছেন। শান্ত’র এমন দাপুটে ইনিংস জাতীয় দলে তার ফিরে আসার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।
শান্ত ছাড়াও রাজশাহীর হয়ে হাবিবুর রহমান সোহান ৪৭ রান (৩৩ বল) এবং সাব্বির হোসেন ২৩ রান (১১ বল) করেন। বরিশালের হয়ে মঈন খান এবং মেহেদি হাসান ২টি করে উইকেট শিকার করেন।
শান্ত’র ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। তার আত্মবিশ্বাসী ইনিংস প্রমাণ করে যে, তিনি আরও বড় মঞ্চে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুত।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স