শহীদদের লাশ উত্তোলনের অনুমতি নয়: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০৫:১৩:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৫:১৩:২২ অপরাহ্ন
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সারজিস আলম শহীদদের লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে কড়া অবস্থান জানান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা প্রয়োজন হয়নি, তাহলে জুলাই-আগস্টের শহীদদের লাশ উত্তোলনের প্রয়োজন কেন? আর কোনো শহীদের লাশ উত্তোলনের অনুমতি দেওয়া হবে না।
সারজিস আলম উল্লেখ করেন, শহীদদের হত্যা মামলাগুলোতে যারা বিচারকার্য বাধাগ্রস্ত করবে, তারা হত্যাকারীদের সমান অপরাধী হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তি না দিয়ে বদলি এবং নতুন পোস্টিংয়ের জন্য তদবির চালানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে সারজিস আলম বলেন, এই সম্পর্ক নির্ভর করবে ভারতের কার্যক্রমের ওপর। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে তাকে ফেরত দিতে হবে।”
অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ ৩৯ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। এ সময় সারজিস আলম শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন।
সারজিস আলম আরও বলেন, “গণঅভ্যুত্থানের আদর্শে বিশ্বাসঘাতকতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স