ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রহস্যের হাসি’র কারণে শাস্তি পেলেন গুলবাদিন নাইব

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:১১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৯:১১:৪০ অপরাহ্ন
রহস্যের হাসি’র কারণে শাস্তি পেলেন গুলবাদিন নাইব
ক্রিকেট মাঠে কখনো কখনো ব্যতিক্রমী আচরণের কারণে ক্রিকেটারদের শাস্তি পেতে হয়। এমনই এক অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার গুলবাদিন নাইব। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ‘রহস্যের হাসি’ এবং ডিআরএস না থাকা সত্ত্বেও রিভিউ চাওয়ার ঘটনায় আইসিসি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।
 
ম্যাচের একাদশ ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউ’র আবেদন মঞ্জুর হলেও পরের বলে টাশিঙ্গা মুসেকিওয়ার বিরুদ্ধে আউটের আবেদন নাকচ করেন আম্পায়ার। এতে খানিকটা কৌতুকের হাসি দিয়ে মাথা নাড়েন গুলবাদিন নাইব। পাশাপাশি ডিআরএস না থাকার বিষয়টি জেনেও রিভিউয়ের আবেদন করেন তিনি। তার এই আচরণকে আম্পায়ারের সিদ্ধান্তে ‘দ্বিমত পোষণ’ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।
 
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে গুলবাদিন নাইবের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। নাইব তার অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দেন।
 
লেভেল-১ পর্যায়ের অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা ও এক-দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে। তবে গুলবাদিন তুলনামূলক কম শাস্তি পেয়েছেন।
 
অদ্ভুত এই ঘটনার মধ্যেও ম্যাচে জয় পায় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে তারা ১৫৩ রান সংগ্রহ করে, পরে জিম্বাবুয়ের ইনিংস ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৫০ রানের জয় তুলে নেয়। এই জয়ে সিরিজ ১-১ সমতায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ