ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত: দুই নম্বর লাইনে চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:১২:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:১২:২৩ অপরাহ্ন
ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত: দুই নম্বর লাইনে চলাচল বন্ধ
ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ট্রেনটি জংশন পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে আউটার এলাকায় পৌঁছে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লাইন মেরামত ও বগি পুনরায় সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এ দুর্ঘটনার ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ