২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড: স্বাধীন তদন্তের পথে আইনি জটিলতা
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৫-১২-২০২৪ ০৩:৫২:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১২-২০২৪ ০৩:৫২:০৬ অপরাহ্ন
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি দীর্ঘদিনের। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এ বিষয়ে দুটি মামলা চলমান থাকায় আপাতত স্বাধীন তদন্ত কমিটি গঠন সম্ভব নয়।
রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ এ তথ্য জানায়। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন রাষ্ট্রপক্ষের পক্ষে অবস্থান নেন।
২০০৯ সালে বিডিআরের বিদ্রোহী সদস্যদের ভয়াবহ হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার সম্পন্ন হলেও প্রকৃত সত্য উদঘাটনে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি উঠে আসছে বারবার।
কেন গঠন হচ্ছে না স্বাধীন তদন্ত কমিটি?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলামের সই করা স্মারক অনুযায়ী, ঘটনার পর দুটি মামলা করা হয়—একটি হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।
নিম্ন আদালতে রায়: ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনের খালাস।
হাইকোর্টে রায়: ১৩৯ জনের ফাঁসি বহাল, ১৮৫ জনের যাবজ্জীবন এবং ৪৫ জনের খালাস।
বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনো নিম্ন আদালতে বিচারাধীন। এই দুটি মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া স্বাধীন তদন্ত কমিটি গঠন সাংঘর্ষিক হবে বলে উল্লেখ করেছে রাষ্ট্রপক্ষ।
প্রকৃত সত্য উদঘাটন এবং বিদ্রোহের পেছনের কারণ খুঁজে বের করতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার রিট আবেদন করেন। এতে ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টে জানায়, দুটি মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কমিটি গঠন আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আপাতত সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
আপিল বিভাগে শুনানি: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করেছে।
বিস্ফোরক মামলাটি বকশীবাজারের অস্থায়ী আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ঘটনা। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবিতে আদালতে আবেদন হলেও বিচারাধীন মামলাগুলো এর বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স