ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক সহায়তা দিতে আগ্রহী তুরস্ক

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:০৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:০৮:১৮ অপরাহ্ন
সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক সহায়তা দিতে আগ্রহী তুরস্ক
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের পতনের পর তুরস্ক সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রশাসনের প্রতি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সম্প্রতি সাংবাদিকদের জানান, সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে আঙ্কারা।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্ক আসাদ-বিরোধী বিদ্রোহীদের সহায়তা করে আসছিল। এই আন্দোলনের জেরে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতন ঘটে এবং ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান হয়। এর মধ্য দিয়ে সিরিয়ায় একটি নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করে, যারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

তুরস্ক ইতোমধ্যেই সিরিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, “যদি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয়তা তৈরি হয়, তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি পুনর্মূল্যায়ন করতে প্রস্তুত।”

তুরস্কের গোয়েন্দা প্রধানের সম্প্রতি দামেস্ক সফর এবং দুই দিন পর সেখানে দূতাবাস চালুর মধ্য দিয়ে এই সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। নতুন প্রশাসন গঠিত হওয়ার পর থেকেই আঙ্কারা স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা সিরিয়ার পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

তুরস্ক ইতোমধ্যে আফরিন, আজেজ, জারাব্লুস, রাস আল আইন এবং তেল আবিয়াদসহ উত্তর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। তবে নতুন প্রশাসনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন গুলার।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তুরস্কের এই পদক্ষেপ সিরিয়ায় নতুন প্রশাসনের প্রতি কৌশলগত আস্থার বহিঃপ্রকাশ। নতুন প্রশাসন সামরিক সহায়তার আহ্বান জানালে তুরস্ক সেই চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ