ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পরবর্তী ৭২ ঘণ্টায় লঘুচাপ ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৯:৪৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৯:৪৩:৫০ অপরাহ্ন
পরবর্তী ৭২ ঘণ্টায় লঘুচাপ ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস
সারা দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষত পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা জাগিয়েছে।
 
রোববার (১৫ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ চলবে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার ও মঙ্গলবার থেকে সামান্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
 
পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির কারণ হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
 
বিশেষজ্ঞরা বলছেন, চলমান শৈত্যপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি ও কৃষিখাতে প্রভাব পড়তে পারে। এ সময় শীতজনিত রোগের প্রভাব বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকা এবং পর্যাপ্ত গরম পোশাক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ