ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে

মোঃ জাহিদ হাসান
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৮:৪১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৫:০২:৫২ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রসাশনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে এলাহী, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদে বিজয় মেলার আয়োজন করা হয়,মেলায় বিভিন্ন ধরনের স্টল অংশ নেয়। হরেক রকমের হস্ত শিল্প, পরিবেশবান্ধব পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, পিঠা, বিভিন্ন চিত্রাঙ্কন, জুলাই বিপ্লবের নানা চিত্রপট নিয়ে মেলায় স্টল বসেছে যা মেলাটিকে নতুন এক রুপ দিয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ