রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আপেল মাহমুদ অভিযোগ করেন, আবু সাঈদ ডেমরার ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক।
সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাইরে যান। চায়ের দোকানে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে
।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV