ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পররাষ্ট্রনীতিতে নেহেরু মডেলের সংস্কার চান জয়শঙ্কর

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৯:৫৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৯:৫৫:০৪ অপরাহ্ন
পররাষ্ট্রনীতিতে নেহেরু মডেলের সংস্কার চান জয়শঙ্কর
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর নেহেরু ডেভেলপমেন্ট মডেলের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার পক্ষে জোরাল মত দিয়েছেন। তিনি মনে করেন, ১৯৪৭ সালের পর থেকে বিশ্বের ভৌগলিক, রাজনৈতিক, এবং অর্থনৈতিক প্রেক্ষাপট এতটাই বদলেছে যে, পুরোনো নীতিমালা হালনাগাদ না করলে তা ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে ব্যর্থ হবে।
 
রোববার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’স ওয়ার্ল্ড’ নামের একটি সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর তার বক্তব্যে বলেন, “যখন আমরা পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা বলি, তখন কিছু পক্ষ আমাদের সমালোচনা করে। তারা ভাবেন আমরা নেহেরু ডেভেলপমেন্ট মডেল বাতিল করতে চাই। আসলে তা নয়; বরং আমরা চাই, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে এই মডেল সংস্কার ও পরিমার্জন করা হোক।”
 
জয়শঙ্কর তুলে ধরেন, “১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী যে পরিবর্তন হয়েছে তা অতুলনীয়। নব্বইয়ের দশকের বিশ্বায়নের ঢেউ, আন্তর্জাতিক রাজনীতির আন্তঃনির্ভরশীলতা, এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতি নীতিমালা পুনর্বিবেচনার দাবি রাখে। যদি আমরা এই পরিবর্তনগুলোকে স্বীকার করি, তবে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে বাধা কোথায়?”

তিনি আরও বলেন, “প্রযুক্তি এখন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য আমাদের বাস্তববাদী ও প্রায়োগিক পররাষ্ট্রনীতি প্রয়োজন।”
 
জয়শঙ্করের মতে, নেহেরু ডেভেলপমেন্ট মডেল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছিল। তবে, গত ৭৭ বছরে পরিবর্তিত আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট মডেলটির পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে। “বিকশিত ভারত” গড়ে তোলার লক্ষ্যে পুরোনো নীতিগুলো বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজন রয়েছে।
 
বিশেষজ্ঞ মহল জয়শঙ্করের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলছেন, পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারতের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা সময়ের দাবি। তবে, সমালোচকরা আশঙ্কা করছেন, এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ