ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:০৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:০৯:১৮ অপরাহ্ন
সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর
ঢাকা, ১৬ ডিসেম্বর: আগামীকাল (১৭ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক যৌথ প্রশিক্ষণ। এটি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় যৌথ প্রশিক্ষণ অনুশীলন করে থাকে। চলতি বছরের প্রশিক্ষণ কার্যক্রমও এর ব্যতিক্রম নয়। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করবে।
 
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর এই বাৎসরিক যৌথ প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সৈনিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের মিশন রেডিনেস নিশ্চিত করে।
 
প্রশিক্ষণ চলাকালীন সময়ে স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন অনুশীলনের এলাকায় প্রবেশ না করেন এবং সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলেন।
 
এই প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও উন্নত করে, যা দেশকে বহিরাগত এবং অভ্যন্তরীণ যেকোনো হুমকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ