ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাস্ত্রীয় সংগীতের অন্যতম নক্ষত্র পণ্ডিত সঞ্জয় রামের বিদায়

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১৮:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১৮:৩৯ অপরাহ্ন
শাস্ত্রীয় সংগীতের অন্যতম নক্ষত্র পণ্ডিত সঞ্জয় রামের বিদায়
মুম্বাই, ১৭ ডিসেম্বর: ভারতীয় শাস্ত্রীয় সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে আর আমাদের মাঝে নেই। রোববার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
 
পণ্ডিত সঞ্জয় রাম ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পণ্ডিত রাম মারাঠের বড় ছেলে। ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। থিয়েটারের সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা এবং সংগীতচর্চার প্রতি নিবেদন তাকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যায়।

কিছুদিন আগেই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পণ্ডিত সঞ্জয় রাম। সেই মঞ্চে তিনি নিজেই একের পর এক সুরের জাদু ছড়িয়ে দিয়েছিলেন। শাস্ত্রীয় সংগীতের প্রতি তার এই অগাধ ভালোবাসা তাকে দেশব্যাপী এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিয়েছিল।
 
ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুর পর ভারতীয় শাস্ত্রীয় সংগীতাঙ্গন আরও এক প্রতিভাবান ব্যক্তিত্বকে হারাল। পণ্ডিত সঞ্জয় রামের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও অনুরাগীরা এই অপূরণীয় ক্ষতির কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
 
পণ্ডিত সঞ্জয় রাম শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, তিনি শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার সৃষ্টি ও প্রশিক্ষণ অসংখ্য নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ