দ্রুত নির্বাচন জনগণ ও সরকারের জন্য মঙ্গলজনক: ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৬-১২-২০২৪ ১১:৩৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১২-২০২৪ ১১:৩৭:৫৭ অপরাহ্ন
কুমিল্লা, ১৬ ডিসেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী বছরের ডিসেম্বরের আগেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগ বর্তমান সরকার এবং দেশের সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লায় বিজয় দিবসের র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, দেশের জনগণ প্রত্যাশা করছে সরকার খুব দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার সুযোগ পাবে। তিনি আরও বলেন, "অতি দ্রুত একটি নির্বাচন দিলে দেশের সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে এবং ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে।"
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালিটি নগরের কান্দিরপাড়ে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স