ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাচ্চাদের চেয়েও আগে আমার বউ” নতুন সিনেমা ‘সন্তান’ নিয়ে অকপট রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৫:১৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৫:১৮:৩২ অপরাহ্ন
বাচ্চাদের চেয়েও আগে আমার বউ” নতুন সিনেমা ‘সন্তান’ নিয়ে অকপট রাজ চক্রবর্তী
বাচ্চাদের চেয়েও আগে আমার বউ” – অকপট স্বীকারোক্তি রাজ চক্রবর্তীর, নতুন সিনেমা ‘সন্তান’-এর প্রচারে উঠে এলো পারিবারিক গল্প।

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’। ইতোমধ্যে ছবির ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। শেষ মুহূর্তের প্রচারে রাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজেদের পারিবারিক কথাবার্তা শেয়ার করলেন গণমাধ্যমের সাথে।

‘সন্তান’ সিনেমায় একজন আইনি চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। অন্যদিকে, রাজ-শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমে অকপটভাবে রাজ জানান, “অনেকে খারাপ ভাবতে পারেন, তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আমার বউ। সরি ইউভান-ইয়ালিনি, ওরা বড় হয়ে বুঝবে।”

এই মন্তব্যের সাথে একমত পোষণ করে শুভশ্রী জানান, “ও সবসময় এটা বলে।” ক্যামেরার সামনে যেমন, বাস্তব জীবনেও রাজের এই ‘বউ প্রেম’ স্পষ্ট।

‘সন্তান’ সিনেমার গল্পে সম্পর্কের টানাপোড়েন ও নাড়ির টানকে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনসূয়া মজুমদার, ঋত্বিক চক্রবর্তী, অহনা এবং আরও অনেক টালিউড তারকাকে। রাজের এই ছবি নিয়ে ইতিমধ্যে দর্শকদের প্রত্যাশার পারদ চড়েছে।

ছবির গল্প সমাজের বাস্তব পরিস্থিতিকে নাড়িয়ে দেবে বলেই মনে করছেন পরিচালক। সিনেমার মূল বার্তা—পরিবার এবং সম্পর্কের মূল্য।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ