ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিবন্ধনের সময় সাত দিন বাড়াল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:২১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:২১:২৩ অপরাহ্ন
হজ নিবন্ধনের সময় সাত দিন বাড়াল সরকার
২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য হজ নিবন্ধনের সময় সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এখন ২৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা জমা দিতে হবে। পাশাপাশি হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

হজযাত্রীদের অনুরোধ এবং হজ এজেন্সিগুলোর বিশেষ বিবেচনার ভিত্তিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সুযোগ দেওয়া হবে না।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের হজ কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ১৫ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চূড়ান্ত নিবন্ধন করেছেন ৬২ হাজার ২১২ জন হজযাত্রী। এছাড়া আরও ৮ হাজার হজযাত্রী ব্যাংকে ভাউচার জমা দিয়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৭০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ২০২৫ সালের হজে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারণ করেছে। সে অনুযায়ী এখনও প্রায় ৫৭ হাজার কোটা ফাঁকা রয়েছে। তাই হজযাত্রীদের দ্রুত নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ