ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২৮৪ কোটি টাকায় সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১১:০৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:০৭:৫৪ অপরাহ্ন
২৮৪ কোটি টাকায় সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার
বাংলাদেশ সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই কেনাকাটায় মোট ব্যয় হবে ২৮৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (১৮ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ডাল সরবরাহের জন্য শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতি কেজি মসুর ডালের মূল্য ধরা হয়েছে ৯৫ টাকা ৪০ পয়সা। এই কেনাকাটায় ব্যয় হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা।
 
একই বৈঠকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে এই তেল সরবরাহ করা হবে। দরপত্রের মাধ্যমে সিটি এডিবল অয়েল একমাত্র রেসপনসিভ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ১৭২ টাকা ২৫ পয়সা। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
 
২০২৪-২৫ অর্থবছরের জন্য নেওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের ১ কোটি পরিবার উপকৃত হবে। টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে নিয়মিত ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকে।
 
সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য একটি বড় সহায়তা। তেল ও ডালের ভর্তুকি মূল্যে সরবরাহ খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে। এছাড়া, সঠিক সময়ে এবং সঠিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার এই ধরনের প্রকল্পকে নিয়মিত রূপ দেওয়ার কথা বিবেচনা করছে।
এমএম/এমএসএ 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ