মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৯-১২-২০২৪ ০৫:২৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১২-২০২৪ ০৫:২৩:৫৫ অপরাহ্ন
মাগুরায় যৌথ বাহিনীর একটি সফল অভিযানে ১০০ রাউন্ড গুলি, একটি স্নাইপার বাইনোকুলার, পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে জেলা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
মো. মাহফুজ (২১)
মো. শাকিল (২০)
মো. জারিফ (২২)
মো. তাবিন (২০)
মো. বাবুল (২১)
এরা সবাই মাগুরার পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উদ্ধারকৃত ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলার ছাড়াও সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
পরবর্তী সময়ে আটককৃতদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া সামগ্রী ও আটককৃতদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। মাগুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এমন তৎপরতা প্রশংসিত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স