খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা: স্থগিত মুক্তিযোদ্ধা দলের সমাবেশ
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-১২-২০২৪ ০৫:৪৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১২-২০২৪ ০৫:৪৭:১৮ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে মুক্তিযোদ্ধা দলের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনায় আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশটি আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নিতে পারবেন না।"
বেগম খালেদা জিয়া বর্তমানে দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তিনি সব ধরনের জনসমাগম ও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রয়েছেন। তার শারীরিক সুস্থতার জন্য বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা দেশব্যাপী দোয়া করছেন।
এদিকে মুক্তিযোদ্ধা দলের নেতারা জানিয়েছেন, নতুন তারিখ ঘোষণা করে সমাবেশটি শিগগিরই আয়োজিত হবে। তবে খালেদা জিয়ার সুস্থতাই তাদের প্রধান অগ্রাধিকার।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স