ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কা টি-টেন ফাইনাল: সাব্বিরের ওপর আস্থা রেখে মাঠে বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৬:৪৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৬:৪৭:৪৮ অপরাহ্ন
লঙ্কা টি-টেন ফাইনাল: সাব্বিরের ওপর আস্থা রেখে মাঠে বাংলা টাইগার্স
লঙ্কা টি-টেন লিগের প্রথম আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে হাম্বানটোটা বাংলা টাইগার্স এবং জাফনা টাইটান্স। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জাফনা টাইটান্স।

বাংলা টাইগার্সের একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমান। আসরে এখনও পর্যন্ত খুব একটা নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছেন তিনি। দলের পারফরম্যান্সের সঙ্গে নিজেকে মেলে ধরার এই সুযোগ সাব্বিরের জন্য হতে পারে একটি মাইলফলক।

দুই দলের একাদশ:
জাফনা টাইটান্স:

   . টম কোহলার-ক্যাডমোর
  •   কুশল মেন্ডিস (উইকেটকিপার)
  •   চারিথ আসালঙ্কা
  •  ডেভিড ভিসে (অধিনায়ক)
  •  পাভন রথনায়েক
  •  ডোয়াইন প্রিটোরিয়াস
  •  জর্জ গার্টন
  •  মালশা থারুপাথি
  •  নুয়ান থুশারা
  •  ট্রেভিন ম্যাথিউ
  •  প্রমোদ মাদুশান

হাম্বানটোটা বাংলা টাইগার্স:
  •     মোহাম্মদ শাহজাদ
  •     কুশল পেরেরা (উইকেটকিপার)
  •     দাসুন শানাকা (অধিনায়ক)
  •     কেনার লুইস
  •     শেভন ড্যানিয়েল
  •     সাব্বির রহমান
  •     ইসুরু উদানা
  •     সাহান আরাচিগে
  •     ধনঞ্জয়া লক্ষন
  •     থারিন্দু রত্নায়েকে
  •     এশান মালিঙ্গা

জাফনা টাইটান্সের নেতৃত্বে রয়েছেন ডেভিড ভিসে, আর বাংলা টাইগার্সের দায়িত্বে আছেন দাসুন শানাকা। উভয় দলই তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে ফাইনালে প্রস্তুত।

বাংলা টাইগার্সের ভক্তদের আশা, সাব্বির রহমান আজকের ম্যাচে নিজের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ