ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই বিপ্লব স্মরণে শুল্কমুক্ত কনসার্ট: রাহাত ফাতেহ আলী ও এনবিআরের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৭:১৭ অপরাহ্ন
জুলাই বিপ্লব স্মরণে শুল্কমুক্ত কনসার্ট: রাহাত ফাতেহ আলী ও এনবিআরের বিশেষ উদ্যোগ
পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দলের অংশগ্রহণে আয়োজিত ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’-এর আয়ে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্ট থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করা হবে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের কল্যাণে।
 
এই মহতি আয়োজনের আয়োজক সংস্থা স্কাইট্র্যাকার লিমিটেড এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন কনসার্টটি অ-লাভজনক উদ্যোগ হিসেবে আয়োজন করছে। গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল এই কনসার্টে পারফর্ম করার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। পাশাপাশি আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষও কোনো ভাড়া নেবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এনবিআরের বিশেষ আদেশে বলা হয়েছে, আয়োজক সংস্থাকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হলো। তবে শর্তসাপেক্ষে কনসার্ট পরিচালনা করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে শুল্ক পরিশোধ করতে হবে।
 
‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিমানবন্দর সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে। ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচল করা যাবে।

ডিএমপি জানিয়েছে, টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালীগামী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। পাশাপাশি ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
 
কনসার্ট থেকে বিক্রিত টিকিটের পুরো অর্থ ব্যয় করা হবে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে। আয়োজক সংস্থা জানিয়েছে, এই আয়োজন শুধুমাত্র তহবিল সংগ্রহ নয়, বরং জুলাই বিপ্লবের আত্মত্যাগকে সম্মান জানানোর একটি প্রতীকী উদ্যোগ।

এই কনসার্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শিল্পী ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টা এমন একটি আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে, যা মানবকল্যাণ ও জাতীয় দায়িত্ববোধকে তুলে ধরছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ