মতিঝিলে বিআরটিসি বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৯-১২-২০২৪ ০৯:১৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১২-২০২৪ ০৯:১৬:২৯ অপরাহ্ন
রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী তরিকুল ইসলাম, যিনি দুর্ঘটনার পর ওই নারীকে হাসপাতালে নিয়ে যান, বলেন, "নারীটি রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, "নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং মতিঝিল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।"
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পারাপারের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ থাকলে তা সংগ্রহ করে ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীর যানবাহন ব্যবস্থাপনায় আরও সচেতনতা ও সড়ক নিরাপত্তার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছে। বিশেষত, পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যানবাহনচালকদের আরো দায়িত্বশীল হওয়া জরুরি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স