ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৯:৩৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৯:৩৯:০৩ অপরাহ্ন
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জয়নুল আবেদীন
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বার কাউন্সিল ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। নতুন ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বার কাউন্সিলের কর্মকর্তারা।

গত মঙ্গলবার, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৬(৩) ধারা অনুযায়ী আয়োজিত বার কাউন্সিলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এই সভায় বার কাউন্সিলের সকল নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, "আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে বার কাউন্সিল সবসময় কাজ করবে। আমি এই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তি আইনজীবীদের স্বার্থরক্ষা এবং পেশাগত মান উন্নয়নে নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ