ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার টানা ৬২৫ দিনের শীর্ষ আধিপত্য

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৭:৩৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৭:৩৭:১২ অপরাহ্ন
ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার টানা ৬২৫ দিনের শীর্ষ আধিপত্য
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে এনেছিল আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনির দল ফিফা মেন্স র‌্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ৬২৫ দিন ধরে। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শীর্ষে অবস্থান শুরু করে টানা ২০ মাস ধরে এই স্থান দখলে রেখেছে আর্জেন্টিনা।

বর্তমান সময়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১৮৬৭.২৪। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স (১৮৫৯.৭৮ পয়েন্ট), তৃতীয় স্থানে স্পেন (১৮৫৩.২৭ পয়েন্ট)। পরবর্তী স্থানগুলোতে আছে ইংল্যান্ড এবং ব্রাজিল। অন্যদিকে, বাংলাদেশ বর্তমানে ১৮৫ নম্বরে অবস্থান করছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বরে থাকার রেকর্ড রয়েছে ব্রাজিলের। ১৯৯৪ সালের ২০ জুলাই থেকে ২০০১ সালের ১৫ মে পর্যন্ত ব্রাজিল শীর্ষস্থানে ছিল টানা ২৪৯১ দিন। তাদের আরেকটি মেয়াদে (২০০২–২০০৭) ছিল ১৬৫৯ দিনের আধিপত্য। দ্বিতীয় অবস্থানে থাকা বেলজিয়াম ১২৩৯ দিন ধরে শীর্ষে ছিল।
 
বর্তমান দাপুটে পারফরম্যান্স ধরে রাখলে আর্জেন্টিনার সামনে ব্রাজিল, বেলজিয়াম এবং স্পেনের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি। বিশেষত, আসন্ন কোপা আমেরিকা এবং বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলো আর্জেন্টিনার র‌্যাঙ্কিং ধরে রাখার চাবিকাঠি হয়ে উঠতে পারে।
 
ফিফা র‌্যাঙ্কিং দলগুলোর পারফরম্যান্সের ওপর নির্ভর করে পয়েন্ট প্রদান করে। বড় টুর্নামেন্ট যেমন বিশ্বকাপ বা মহাদেশীয় প্রতিযোগিতার পয়েন্ট সাধারণ ম্যাচের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়মাবলীর কারণে বড় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের ফলাফল সরাসরি র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ