ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাসান আরিফের জানাজা ও দাফনের সময়সূচি প্রকাশিত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৮:২৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৮:২৪:৪৪ অপরাহ্ন
হাসান আরিফের জানাজা ও দাফনের সময়সূচি প্রকাশিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দ্বিতীয় নামাজে জানাজা শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।
 
দাফনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে, উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তার দেশে পৌঁছানোর কথা রয়েছে আগামী ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায়।
 
উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার মৃত্যুতে জাতি একজন মেধাবী ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্বকে হারালো।
 
এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব ও সংগঠন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এক শোকবার্তায় তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ