ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে ডাকাতি: যাত্রীবেশে ডাকাতদের হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১২-২০২৪ ১১:১৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ১১:১৭:১৯ অপরাহ্ন
সাভারে ডাকাতি: যাত্রীবেশে ডাকাতদের হামলায় আহত ৪
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের বিপিএটিসি এলাকায় ওয়েলকাম পরিবহন নামক একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাসের যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং তাদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় চারজন আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত যাত্রী হারুন-অর-রশিদ জানান, তিনি সাভার উলাইল থেকে বাসে ওঠেন এবং বাসটি সাভার বাসস্ট্যান্ড পার করার পরই যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। তারা এরপর বাসে থাকা সবাইকে মালামাল লুট করে এবং কয়েকজনকে আঘাত করে।

অন্যদিকে, শামীমের ভায়রা মিজানুর রহমান বলেন, তার ভায়রা ওয়েলকাম বাসে চড়ে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিলেন, কিন্তু সাভারের বিপিএটিসি এলাকায় পৌঁছানোর পর ডাকাতরা মালামাল লুট করতে থাকে। এ সময় তার ভায়রাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. হাসান মাহবুব জানিয়েছেন, ডাকাতির সময় আহত ৪ জন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে, সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, ডাকাতির শিকার বাসটি বিশমাইলে রয়েছে এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ