বীরগঞ্জে ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২১-১২-২০২৪ ০১:৩০:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১২-২০২৪ ০১:৩০:০৭ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'কাব ক্যাম্পুরী ২০২৪'-এর উদ্বোধন। এটি ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ উপজেলার সহঃ সভাপতি জনাব দীপংকর বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহজিদা হক এবং অন্যান্য স্থানীয় কাব ও স্কাউট সদস্যবৃন্দ।
এই ক্যাম্পুরীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং আউটডোর কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের নেতৃত্বগুণ এবং দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন সাধন করা।
উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা এতে অংশগ্রহণ করছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স