ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজি বন্ধে ডিএমপি কমিশনারের কঠোর অভিযান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১২-২০২৪ ০২:০৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০২:০৬:২৩ অপরাহ্ন
চাঁদাবাজি বন্ধে ডিএমপি কমিশনারের কঠোর অভিযান ঘোষণা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি হওয়ায় নাগরিকদের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যার সমাধানে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই-তিন দিনের মধ্যে অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকরা অংশগ্রহণ করেন।
 
ডিএমপি কমিশনার বলেন, "চাঁদাবাজির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।" তিনি আরও জানান, শিগগিরই তালিকা অনুযায়ী অভিযানের মাধ্যমে চাঁদাবাজদের গ্রেপ্তার করা হবে।
 
ডিএমপি কমিশনার ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সবাইকে রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেন। বিশেষ করে মোবাইল ফোন ছিনতাই রোধে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন।
 
ফুটপাত ব্যবস্থাপনা প্রসঙ্গে কমিশনার বলেন, "সব হকারকে একবারে উচ্ছেদ করা অমানবিক। তবে হকাররা যেন রাস্তা ব্যবহারে সংযত থাকে এবং তাদের কাছ থেকে চাঁদা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।" ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিএমপি কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
 
ট্রাফিক নিয়ন্ত্রণে শৃঙ্খলা আনতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে কমিশনার বলেন, "যারা রাস্তা ব্যবহার করবেন, তাদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।" মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন উল্লেখ করে তিনি এক মোটরসাইকেলে দুই-তিনজন আরোহী হওয়া অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন।
 
যানজটের মধ্যে অতিরিক্ত হর্ন বাজানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, "যানজটের মধ্যে হর্ন বাজানো কোনো সমাধান নয়। যারা বারংবার হর্ন বাজায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ