ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানের শহীদদের খসড়া তালিকা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৪:৩৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৪:৩৭:২৪ অপরাহ্ন
গণঅভ্যুত্থানের শহীদদের খসড়া তালিকা
জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রকাশিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
গণঅভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা তৈরির জন্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, দেশের ৬৪টি জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল একত্রে কাজ করছে।
 
বিশেষ সেল জানিয়েছে, প্রথম ধাপের খসড়া তালিকা তাদের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) প্রকাশ করা হয়েছে। উল্লিখিত তালিকা দুটি ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
 
প্রকাশিত তালিকা যাচাই, সংশোধন, সংযোজন বা বিয়োজনের জন্য শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধি ব্যক্তিদের মতামত আহ্বান করা হয়েছে।
 
বিশেষ সেল ২৩ ডিসেম্বরের মধ্যে মতামত/পরামর্শ পাঠানোর জন্য ইমেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। মতামতের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ