ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নাগরিক কমিটি জানালো ‘জনশক্তি’ নিয়ে আলোচনা হয়নি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৫:৫০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৫:৫০:০১ অপরাহ্ন
জাতীয় নাগরিক কমিটি জানালো ‘জনশক্তি’ নিয়ে আলোচনা হয়নি
জাতীয় নাগরিক কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে, তাদের মধ্যে কোনো রাজনৈতিক দল ‘জনশক্তি’ নিয়ে আলোচনা হয়নি। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ‘জনশক্তি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ চলছে, এবং এটি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পর্কিত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত তাদের মধ্যে কখনো হয়নি। এই ভুল তথ্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এবং সংগঠনটি সকলকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে। জাতীয় নাগরিক কমিটি এই বিষয়ে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেবে কিনা, তা নিয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই নামটি নিয়ে তাদের কোনো যোগাযোগ বা পরিকল্পনা নেই।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ