ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৪:৩০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৪:৩০:০০ অপরাহ্ন
কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ
গাজীপুরের কোনাবাড়ীতে এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে মালিকপক্ষের নিঃশর্ত আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী-কাশিমপুর জোনের উপ-কমিশনার সুবীর কুমার সাহা জানিয়েছেন, মঙ্গলবার থেকে কারখানা খুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
 
গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারার আওতায় এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি করেন শ্রমিকরা।

পরে ২২ ডিসেম্বর শ্রমিকদের সাথে আলোচনায় বসার শর্তে আন্দোলন প্রত্যাহার হলেও দাবি পূরণ না হওয়ায় ২৩ ডিসেম্বর পুনরায় আন্দোলন শুরু করেন তারা।
 
সোমবার সকাল ১০টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি ছিল কারখানা খুলে দেওয়া ও মামলা প্রত্যাহার।
 
দুপুরে মালিকপক্ষের তরফ থেকে নিঃশর্তভাবে কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন। আগামীকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম।
 
মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় পরিবহন স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ