ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণমানুষের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দিলেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:০৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:০৫:২৬ অপরাহ্ন
গণমানুষের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দিলেন আখতার হোসেন
রংপুরের পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত দিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, তরুণদের নেতৃত্বে ও গণমানুষের অংশগ্রহণে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, "আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। বাংলাদেশের তরুণরা তাদের জীবন দিয়ে লড়াই করেছে। এই তরুণদের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের কাজ চলছে।"

তিনি আরও বলেন, "আমরা কোনো সরকারের সহযোগিতা বা অনুকম্পার প্রার্থী নই। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের মূল শক্তি।" আখতার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলগুলো ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে।

আখতার হোসেন ভারতীয় আগ্রাসনের প্রসঙ্গেও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, "ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জোরালো হবে। প্রয়োজনে আমরা মাঠে নামব।"

অনুষ্ঠানে রংপুর নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন, মো. আরিফুল ইসলাম, আই সুমনসহ জেলা ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ