ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাদপন্থিদের বিরুদ্ধে ইত্তেফাকুল উলামার ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:৩০:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:৩০:০২ অপরাহ্ন
সাদপন্থিদের বিরুদ্ধে ইত্তেফাকুল উলামার ৫ দফা দাবি
ময়মনসিংহের ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ মাঠে সোমবার (২৩ ডিসেম্বর) বিশাল মহাসমাবেশ করেছে আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী। ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলার প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি জানিয়ে এই মহাসমাবেশে ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মহাসমাবেশে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:
  1. সাদপন্থি খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত বিচার নিশ্চিত করা।
  2. দাওয়াত ও তাবলীগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাদপন্থিদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা।
  3. ময়মনসিংহ বিভাগের সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা।
  4. কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থিদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা।
  5. দেশকে অস্থিতিশীল করতে জড়িত সাদপন্থি গডফাদারদের শাস্তি নিশ্চিত করা।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, এবং সঞ্চালনায় ছিলেন মুফতি শরীফুর রহমান। বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, প্রফেসর হাফিজ উদ্দিন, মুফতি মুহিব্বুল্লাহসহ অন্যান্য শীর্ষস্থানীয় আলেমরা।

বক্তারা সাদপন্থিদের কর্মকাণ্ডকে ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন। তারা বলেন, সাদপন্থিরা সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে এবং ইসলামের নামে বিভেদ সৃষ্টি করছে। তারা সতর্ক করেন, যদি ইজতেমা ময়দানের হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে।

মহাসমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, ইসলামকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না এবং সাদপন্থিদের কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ