ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণহানি, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণহানি, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মল্লিকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লাগামী জৈনপুর এক্সপ্রেস নামের একটি বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ১০-১২ জনের মধ্যে কয়েকজন নারী রয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের যাত্রী কামরুন্নাহার জানান, দুর্ঘটনার সময় বাসটি গজারিয়া যাওয়ার পথে ছিল। ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

এ ধরনের সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে ওভারটেকিং নীতিমালা কঠোরভাবে কার্যকর করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ