দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংকের প্রথম নারী সিইও তিনি
আপলোড সময় :
১০-০৮-২০২৪ ০৫:১৯:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:২৭:১৩ অপরাহ্ন
সিঙ্গাপুর ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডিবিএস গ্রুপের প্রথম নারী প্রধান নির্বাহী (সিইও) হচ্ছেন তান সু শান। ডিবিএস গ্রুপ গত বুধবার জানিয়েছে, তান সু হচ্ছেন গ্রুপের সিইও।
ডিবিএসের বর্তমান সিইও পিয়ুস গুপ্ত আগামী বছরের মার্চে অবসরে যাবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন তান সু
পিয়ুস গুপ্ত টানা ১৪ বছর ব্যাংকটির নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবসরের মধ্য দিয়েই বড় এই ব্যাংকটির প্রথম নারী সিইও হচ্ছেন তান সু।
ডিবিএস এক বিবৃতিতে জানিয়েছে, ৫৬ বছর বয়সী তান সু ২০১০ সালে মর্গান স্ট্যানলি থেকে এই ব্যাংকে যোগদান করেছিলেন। আগামী বছর ব্যাংকের সাধারণ সভার পর তিনি সিইও হিসেবে যোগদান করবেন। সে পর্যন্ত তিনি ডেপুটি সিইও হিসেবে কাজ করবেন।
ব্যাংকটির ইনভেস্টমেন্ট ব্যাংকিং গ্রুপস হেড অব রিসার্চ ফর সিঙ্গাপুর অ্যান্ড রিজিওনাল হেড অব ফিন্যান্সিয়ালস থিলান বিক্রমাসিংহে বলেন, তান সু ব্যাংকের অভ্যন্তরীণ কর্মী। এই ব্যাংকে প্রথম তিন বছর তিনি সম্পদ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক ব্যাঙ্কিং ব্যবসা গড়ে তোলার কাজ করেছেন। এই খাত থেকে প্রতিষ্ঠানের আয় ৯০ শতাংশ।
ডিবিএসের চেয়ারম্যান পিটার সিহ বলেছেন, তান সু প্রথম অভ্যন্তরীণ কর্মী, যিনি সিইও পদে যোগদান করতে যাচ্ছেন।সিঙ্গাপুরের নাগরিক তান সু শান অক্সফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট।
কনজ্যুমার ব্যাংকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ে তাঁর ৩৫ বছরের অভিজ্ঞতা আছে। আইএনজি বিয়ারিং সিকিউরিটিজে যোগদান করে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৭ সালে তিনি নির্বাহী পরিচালক হিসেবে মরগান স্ট্যানলিতে যোগদান করেন।
এরপর সিটি গ্রুপে ২০০৫ সালে যোগ দিয়ে ব্রুনেই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক প্রধান হন। পরে ২০০৮ সালে দক্ষিণ-পূর্বের প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসাবে মরগান স্ট্যানলিতে ফিরে আসেন
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স