ঢাকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে তিন শয়নঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:১৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১১:১৮:০৭ অপরাহ্ন
জয়পুরহাটে অগ্নিকাণ্ডে তিন শয়নঘর ও গোয়ালঘর পুড়ে ছাই
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ মহন্তের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্র জানায়, বাড়ির রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন নারীরা। দ্রুতই আগুন বাড়ির তিনটি শয়নঘর, একটি রান্নাঘর এবং গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রাণী রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন এবং গবাদি পশুগুলোকে নিরাপদে বের করে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কামরুল হক জানান, অগ্নিকাণ্ডে তিনটি শয়নঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, “প্রকাশ মহন্ত গরীব মানুষ। তার পুরো বাড়ি পুড়ে গেছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, গবাদি পশুগুলো নিরাপদে রক্ষা করা সম্ভব হয়েছে।”
 
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি আশ্রয়হীন হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন এবং এলাকার বাসিন্দারা তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

প্রকাশ মহন্তের মতো অসহায় পরিবারের জন্য এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় পরিবারটি আবারও মাথা গোঁজার ঠাঁই পাবে—এটাই সবার প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ