ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মিরে ৩০০ ফুট গভীর গিরিখাতে দুর্ঘটনা: নিহত ৫ ভারতীয় সেনা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৫২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৫২:৫৪ অপরাহ্ন
কাশ্মিরে ৩০০ ফুট গভীর গিরিখাতে দুর্ঘটনা: নিহত ৫ ভারতীয় সেনা
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি গাড়ি ৩০০ ফুট গভীর গিরিখাতে ছিটকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই জানিয়েছে, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোই এলাকায় যাওয়ার পথে ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে। এতে পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় আরও ৯ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মির পুলিশের যৌথ উদ্ধার তৎপরতা শুরু হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে পাহাড়ি রাস্তার সংকীর্ণতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এবং পাহাড়ি রাস্তায় চলাচলের ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জম্মু-কাশ্মির প্রশাসন ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

সড়ক দুর্ঘটনাটি শুধু সেনাবাহিনী নয়, পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।
এসএস

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ