ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ও বরিশাল বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৩৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৩৭:৪৮ অপরাহ্ন
খুলনা ও বরিশাল বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
আগামী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য অঞ্চলে তা সামান্য পরিবর্তিত হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা থাকলেও, দেশের অন্যান্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকবে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে কুয়াশার প্রবণতা বেশি দেখা যেতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের শেষে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ