ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বড়দিনে খ্রিষ্টান প্রতিষ্ঠানগুলোকে সরকারের ২.৫ কোটি টাকার অনুদান

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৪৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৪৫:৫৭ অপরাহ্ন
বড়দিনে খ্রিষ্টান প্রতিষ্ঠানগুলোকে সরকারের ২.৫ কোটি টাকার অনুদান

বড়দিন উপলক্ষ্যে দেশের খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়েছে।

এ বছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানকে এই অনুদান বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে সাতটি ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারিত পরিমাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী অনুদানের পরিমাণ

  • ‘ক’ ক্যাটাগরি: ৫টি চার্চ বা গির্জা, ৮০ হাজার টাকা করে।
  • ‘খ’ ক্যাটাগরি: ৫৬টি চার্চ বা গির্জা, ৫০ হাজার টাকা করে।
  • ‘গ’ ক্যাটাগরি: ৮০টি চার্চ বা গির্জা, ৩৫ হাজার টাকা করে।
  • ‘ঘ’ ক্যাটাগরি: ১৩৫টি চার্চ বা গির্জা, ৩০ হাজার টাকা করে।
  • ‘ঙ’ ক্যাটাগরি: ১৫২টি চার্চ বা গির্জা, ২৫ হাজার টাকা করে।
  • ‘চ’ ক্যাটাগরি: ২১৩টি চার্চ বা গির্জা, ২০ হাজার টাকা করে।
  • ‘ছ’ ক্যাটাগরি: ১০৫টি চার্চ বা গির্জা, ১৮ হাজার টাকা করে।

এই অনুদানের মধ্যে ২ কোটি টাকা সরাসরি বিতরণ করা হবে, এবং বাকি ৫০ লক্ষ টাকা পরে প্রদান করা হবে। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অর্থ বিতরণের কার্যক্রম সম্পন্ন হবে।

বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। সরকারের এই উদার উদ্যোগ খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ