ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন চাকরির নামে প্রতারণা: চীনা নাগরিকসহ গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১০:৫৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১০:৫৮:১২ অপরাহ্ন
অনলাইন চাকরির নামে প্রতারণা: চীনা নাগরিকসহ গ্রেপ্তার তিনজন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানা একটি বিশেষ অভিযানে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোর্শেদ আলম (৩৮), জামাল উদ্দিন (৪৩) এবং চীনা নাগরিক কুকি (৩৫)। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে উত্তরখান ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চক্রটি "পলারস্টেপ সফটওয়্যার" নামের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুক্তভোগীদের চাকরির লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এক ভুক্তভোগী নাহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে এই প্রতারণার চক্রের সন্ধান পায় পুলিশ।

উদ্ধারকৃত সামগ্রী

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

  • ৯ লাখ ৪৩ হাজার টাকা নগদ
  • ৪ হাজার মার্কিন ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা
  • চারটি মোবাইল ফোন
  • বেশ কিছু চেক বইয়ের পাতা

 পুলিশ জানায়, চক্রটি প্রথমে চাকরির জন্য প্রাথমিক কমিশন দিয়ে বিশ্বাস অর্জন করত। এরপর বিভিন্ন অফারের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিত। নাহিদুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে এভাবে প্রায় ৪ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করে।

মোর্শেদ আলমের জবানবন্দিতে জানা যায়, তার অ্যাকাউন্টে গত ২২ ডিসেম্বর প্রায় ৩২ লাখ টাকা জমা পড়ে। এর মধ্যে ৯ লাখ ৪৩ হাজার টাকা ছিল তার নিজের এবং বাকিটা চীনা নাগরিক কুকি ও জামালের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।

 কুকি নামে চীনা নাগরিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে চাকরির লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করতেন। তার সঙ্গে জামালের পরিচয় চীনে গিয়ে হয়, যেখানে কুকি জামালকে একটি লাভজনক ব্যবসার প্রতিশ্রুতি দেন।

পুলিশের তদন্তে চক্রটির প্রতারণামূলক কার্যক্রম এবং সংশ্লিষ্টদের ভূমিকা স্পষ্ট হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ