ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে এলেন চিটাগাং কিংসের কোচ শন টেইট

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:১৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:১৬:৪০ অপরাহ্ন
বাংলাদেশে এলেন চিটাগাং কিংসের কোচ শন টেইট
দীর্ঘ ৯ বছর পর বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) মঞ্চে ফিরেছে চিটাগাং কিংস। বিপিএলের একাদশ আসরে শক্তিশালী দল গঠন করে তারা মাঠে নামতে প্রস্তুত। এই দলে রয়েছে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের এক মিশ্রণ এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা পেসার শন টেইট।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি ২০১৩ সালের পর বিপিএলে অংশগ্রহণ করেনি। তবে এবার ফিরেই বড় পরিকল্পনায় এগোচ্ছে তারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কোচ শন টেইট বাংলাদেশে পৌঁছেছেন। টেইট এর আগে ২০১৩ আসরে চিটাগাং কিংসের হয়ে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন। এবার তিনি প্রধান কোচ হিসেবে দলকে নেতৃত্ব দেবেন।
 
চিটাগাং কিংস দলে রয়েছে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা। বিদেশি তালিকায় আরও আছেন হায়দার আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো এবং গ্রাহাম ক্লার্ক। দলে তরুণ প্রতিভার পাশাপাশি অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখা হয়েছে।
 
দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এছাড়া কানাডার মডেল-অভিনেত্রী এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগাং কিংস।
 
বিপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর, ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। চিটাগাং কিংস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে।

চিটাগাং কিংস স্কোয়াড
দেশি ক্রিকেটাররা:
সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি ক্রিকেটাররা:
মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেল।

দলটি সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয়, বিপিএলের নতুন আসরে চিটাগাং কিংস কেমন ফলাফল অর্জন করে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ