ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত অন্তত ৪০, জীবিত উদ্ধার ২৭

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৪:১৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৪:১৯:০৮ অপরাহ্ন
কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত অন্তত ৪০, জীবিত উদ্ধার ২৭
কাজাখস্তান, ২৫ ডিসেম্বর: আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার পথে কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৭ জন আরোহীকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি রাশিয়ার চেচনিয়ায় ঘন কুয়াশার কারণে বাধ্য হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পাখির আঘাতের কারণে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু সফল হননি।
 
উড়োজাহাজটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করা হয়। ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।
 
কাজাখস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটিসহ দুর্ঘটনার অন্যান্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
 
দুর্ঘটনার খবর পেয়ে রাশিয়ায় সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরে গেছেন। তার বুধবার রাশিয়ায় একটি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পরপরই কাজাখস্তানের জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে এবং আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ