কাতারে লটারি জিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন জাহেদুল
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-১২-২০২৪ ০৪:২৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৪ ০৪:২৯:২৩ অপরাহ্ন
কাতার, ২৫ ডিসেম্বর: কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট, রেমিট্যান্স ফেয়ারে লটারি জিতে পাঁচ তারকা হোটেলের মালিক হলেন ঝিনাইদহের নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম।
গোল্ড স্যান্ডস গ্রুপের আয়োজিত র্যাফেল ড্রতে বিজয়ী জাহেদুল কক্সবাজার বা কুয়াকাটায় নির্মাণাধীন একটি পাঁচ তারকা হোটেলের সুইট মালিকানার অংশ পান। এর মূল্য ৬ লক্ষ টাকা, যা ভবিষ্যতে ১৫-২০ লক্ষ টাকায় পরিণত হতে পারে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বিজয়ী জাহেদুলের হাতে দলিল হস্তান্তর করেন। এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং ডেপুটি চিফ অফ মিশন ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
২১ ডিসেম্বর মেলার সমাপনী দিনে কাতারের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম হাজারো দর্শকের সামনে বিজয়ী জাহেদুল ইসলামের নাম ঘোষণা করেন।
গোল্ড স্যান্ডস গ্রুপ বর্তমানে কক্সবাজার এবং কুয়াকাটায় আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলসহ ঢাকার পূর্বাচল ও বসুন্ধরায় বিশ্বমানের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নির্মাণ করছে। গ্রুপটি প্রবাসীদের উন্নয়নে নিবেদিত বলে জানান পরিচালক শাহাদাত হোসেন বাহার।
রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, "এই মেলার মাধ্যমে কাতারে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা সম্ভব। এই ধরনের উদ্যোগ কাতার-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
এই লটারি জয় শুধু জাহেদুল ইসলামের জন্য নয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বীকৃতি হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স