একই রাতে সচিবালয় ও সচিব নিবাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-১২-২০২৪ ০৪:৩৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১২-২০২৪ ০৪:৩৬:৫৩ অপরাহ্ন
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাতেই আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইস্কাটনের সচিব নিবাসে। প্রশাসনিক প্রাণকেন্দ্রের এই দুই অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ দেখা দিয়েছে।
সচিব নিবাসে আগুন লাগে রাত ৮টা ২০ মিনিটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ইস্কাটন গার্ডেন রোডের ২০ তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, "আগুনে কোনো হতাহত হয়নি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।"
এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নাশকতার সম্ভাবনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের আগুনের মতো সচিব নিবাসের ঘটনাটিও একটি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ড এবং একই রাতে সচিব নিবাসে আগুনের ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুটি ঘটনা পরিকল্পিত হতে পারে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
এ ধরনের ঘটনার পেছনের কারণ দ্রুত উদঘাটন করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স